মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

Key Features Description
OS 4.2.2 Jelly bean
Display Size 3.5” TFT Capacitive Full Touch
Camera 0.3 MP Primary +0.3MP Secondary
Multimedia MP3, MP4, FM
Data Services EDGE,Wi-Fi
Multi Touch Yes (2 fingers)
Phonebook Entries Unlimited
Technical Features Description
Display Resolution HVGA(320*480)
CPU 1 GHz Dual Core
GPU Mali 400
Internal Memory User available RAM 465MB (Total 512 MB)
Storage User available ROM 1000MB (Total 4GB) internal SD card 1.27GB Memory Card Extended up to 32GB
Battery 1300mAh
WLAN Wi-Fi 802.11, Wi-Fi Hotspot
GPS Yes
Stand by time* 250 Hours(*depend on phone setting,Network)
Talk time 4 Hour(*depend on phone setting, Network)
Audio Player audio encode:AMR-NB audio decode:MP3,AMR,WB-AMR+,WMA,AAC,AAC+
Audio Recorder AMR
Video Player mp4,3gp
Video Recorder Yes, Mpeg4
3.5 mm jack Yes
Other Features Description
Dimension 114x62x12.5 mm
Recorder Video, Audio & Call recorder
Bluetooth Yes
USB Mass storage Yes
USB Modem Yes
MMS Yes
Email Yes
Built in Applications Facebook, YouTube, Android Market(Play Store), Gmail, Skype, Office suite, Dictionary
Special Features GPS,G sensor
PRICE: 4400 TK

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

SYMPHONY......Xplorer W22


Key Features Description
OS 4.2.2 Jelly bean
Display Size 4” TFT Capacitive Full Touch
Camera 2 MP Primary +0.3MP Secondary
Multimedia MP3, MP4, FM
Data Services 2G,EDGE,WiFi
Multi Touch Yes (3 fingers)
Phonebook Entries Unlimited
Technical Features Description
Display Resolution WVGA(480*800)
CPU 1.3 GHz Dual Core
GPU Mali 400
Internal Memory User available RAM 480.86 MB (Total 512 MB)
Storage User available ROM 1.03 (Total 4GB) internal SD card 1.27GB Memory Card Extendable up to 32GB
Camera Feature Flash Light
Battery 1550mAh
WLAN Wi-Fi 802.11, Wi-Fi Hotspot
GPS Yes
Stand by time* 300 Hours(*depend on phone setting,Network)
Talk time 5 Hour(*depend on phone setting, Network)
Audio Player audio encode:AMR-NB audio decode:MP3,AMR,WB-AMR+,WMA,AAC,AAC+
Audio Recorder Yes, Mpeg4
3.5 mm jack Yes
Other Features Description
Dimension 125x63.7x12.5 mm
Recorder Video, Audio & Call recorder
Bluetooth Yes
USB Mass storage Yes
USB Modem Yes
MMS Yes
Email Yes
Built in Applications Facebook, Youtube, Android Market(Play Store), Gmail, Skype, Office suite, Dictionary
Special Features GPS,G sensor

 Price: Tk. 5,390.00


Xplorer W72 New (BLACK)

  • Operating System: Android 4.2.2 Jelly Bean
  • 4.5" IPS Capacitive Full Touch
  • FWVGA Display (480*854)
  • Camera:5 MP+0.3MP
  • 1.3 GHz Processor (Dual Core)
  • RAM  512 MB & ROM 4 GB
  • Facebook, Android Market(Play Store), Office suite
  • GPS, G sensor, Proximity Sensor, Accelerometer Sensor, WiFi-direct

Price: Tk. 7,990.00

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩

আমারা সবাই কম বেশি রেসিং গেম খেলতে পছন্দ করি যারা এই সব খেলতে পছন্দ করেন তারা ইচ্চে করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন । CSR Racing (1)

২ টা করে HD গেম এর লিঙ্ক দিবো প্রতিটি পোস্টএ আশা করি ডাউনলোড করার পর গেম গুলো খেলে মজা পাবেন ।

Bounty Hunter: Black Dawn

Bounty Hunter Black Dawn(3)
Bounty Hunter Black Dawn(3)

এই গেম এর জন্য আপানকে গুগল মামা কে ৩ ডলার দিতে হবে কিন্তু আপনি এই গেম টা ফ্রী ডাউনলোড করতে পারেন এখান থেকে
Download  Server 1 : - SD data and Apk Free Download link 
 OR   server 2 : – sd data and Apk Free Download link
গেম টির সাইজ ২২০ এমবি , এখানে আপনি ডাটা ফাইল পাবেন ।
————————————————————————————————————————————-

CSR Racing

Type :  Android game

আমারা সবাই কম বেশি রেসিং গেম খেলতে পছন্দ করি যারা এই সব খেলতে পছন্দ করেন তারা ইচ্চে করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
CSR Racing (1)

এই গেম টির সাইজ ১৮১ম বি ‘

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

ফ্রী গ্রামীনফোন, বাংলালিঙ্ক, রবি ও এয়ারটেল এর Customer Care Executive সাথে কথা বলুন।

ফ্রী গ্রামীনফোন, বাংলালিঙ্ক, রবি ও এয়ারটেল এর Customer Care Executive সাথে কথা বলুন
অনেক সময় আমরা গ্রামীনফোন, বাংলালিঙ্ক, রবি ও এয়ারটেল এর "Customer Care Executive" এর সাথে কথা বলতে হলে অনেক সময় wait করতে হয় এবং আর আপনার অনেক balance শেষ করে ফেলে।
আজ আমি আপনাদের একটা পদ্দতি বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি ফ্রী গ্রামীনফোন, বাংলালিঙ্ক, রবি ও এয়ারটেল এর "Customer Care Executive" এর সাথে কথা বলতে পারবেন।আর সেই নাম্বারটি হল ১৫৮
1. প্রথমে গ্রামীনফোন, বাংলালিঙ্ক, রবি অথবা এয়ারটেল সিম থেকে ১৫৮ নাম্বারে কল করুন।
2.তারপর ভাষা  Select করুন ।
3.তারপর আপনার অভিযগ Select করুন।
4.অতপর আপনার কাছে একটি Messages আসবে , এবং পরবতী ২৪ ঘন্টার মাঝে আপনাকে  Customer Care থেকে আপনাকে call দিবে।

[solved] symphony w125 stock recovery

w125 এর stock recovery নিয়ে অনেকেই সমস্যায় পরেছেন !!
আর চিন্তা নেই !! এখন stock recovery হারিয়ে গেলেও আপনি আবার stock recovery ইন্সটল করতে পারবেন ।
তবে এর জন্য আপনাকে আপনার w125 রুট করতে হবে । অনেকেই রুট করতে ভয় পান, আবার অনেকেই warranty নিয়ে চিন্তায় পরে যান । চিন্তার কিছু নেই, আপনি চাইলেই stock recovery ইন্সটল করার পর আবার আনরুট করে নিতে পারেন । 
আনরুট করার পদ্ধতি নিয়ে পরে আসি ।

প্রথমেই অ্যান্ড্রয়েড  আপনার w125 ধাপে ধাপে রুট করে নিন ।
রুট লিঙ্ক +>  http://www.androidkothon.com/post-id/3475

দুটি পদ্ধতিতে আপনি stock recovery ইন্সটল করতে পারবেন । 

আজকে সহজ পদ্ধতিটাই দেই ।  এতে কাজ না হলে আমি পোস্ট আপডেট করে দিব । 

প্রথমে গুগল-প্লে থেকে Mobileuncle MTK Tools অ্যাপ টা নামিয়ে ইন্সটল করে নিন ।
google play link +> https://play.google.com/store/apps/details?id=com.mobileuncle.toolbox&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5tb2JpbGV1bmNsZS50b29sYm94Il0.

আর যাদের গুগল-প্লে থেকে ডাউনলোড করতে সমস্যা, তারা চাইলে https://docs.google.com/file/d/0By5_H2_fz9vgQkNGenk0RThTekk/ এখান থেকে নামিয়ে নিতে পারেন ।
এবার stock recovery.img ফাইলটি ডাউনলোড করে নিন । 

recovery link +> https://docs.google.com/file/d/0By5_H2_fz9vgb05FRmhMOUxYcVE/

recovery ডাউনলোড হয়ে গেলে recovery.img ফাইলটি আপনার w125 এর ফোন মেমোরিতে কপি করে রাখুন ।
Mobileuncle অ্যাপটি চালু করুন । চালু হওয়ার সময় রুট পারমিশন চাইবে ।
রুট পারমিশন দিয়ে চালু করে recovery update অপশনে ক্লিক করুন ।
আপনার ফোন মেমোরিতে থাকা  recovery ফাইলটি দেখতে পাবেন । ফাইলটিতে ক্লিক করুন ।
কাজ শেষ !! মোবাইল রিস্টার্ট হবে ।
আপনার স্টক recovery ইন্সটল করা শেষ । 

এবার আপনি যদি আনরুট করতে চান তাহলে superuser অ্যাপ টি চালু করে setting এ যান । Full unroot নামে একটি অপশন পাবেন । ক্লিক করুন । আনরুট হয়ে যাবে । 
আনরুট হওয়ার পর মোবাইল অটো রিস্টার্ট না হলে । ম্যানুয়ালি রিস্টার্ট করে নিবেন । 

ওয়ানক্লিক রুট W125, W68 ও F2 (100% Safe)

আজকাল রুট ছাড়া মোবাইল যেনো চার্জার ছাড়া মোবাইল ! :-D তাই রুট ছাড়া এন্ড্রোয়েড চালানো কল্পনাও করা যায় না !
 W125, W68 & F2 ইউজার দের জন্য খুব সহজ একটি রুট প্রসেস !
তাহলে শুরু করা যাক...
যা যা লাগবেঃ
১) Framaroot 1.6.0 (2.0 MB)
http://www.dropbox.com/s/jiq0lqm94qknbex/Framaroot-1.6.0.apk
২) BusyBox Pro (3.6 MB)
http://www.mediafire.com/?2njada4qgj2qqx3
কার্যধারাঃ
# প্রথমে ফ্রামারুট ইন্সটল করুন । অতঃপর ওপেন করুন ।

# এরপর Install SuperSu সিলেক্ট >> Boromir এ টাচ করুন ! দেখবেন Successed দেখাবে !
# এরপর ফোন টি Reboot করুন ! Reboot করার পরে দেখবেন আপনার App Drawer এ SuperSU নামে একটি এপ্লিকেশন এসেছে !



NOW UR ROOTING IS DONE !!
# এরপর উপরের দেয়া BusyBox Pro ইন্সটল সিন আপনার মোবাইল এ ! ইন্সটল হলে ওপেন করুন...ওপেন করলে SuperSu Box আসবে...সেখান থেকে Grant এ ক্লিক করবেন !
# এরপরে BusyBox লোড হওয়া শুরু করবে...১০০% লোড কমপ্লিট হলে, Install >> Normal Install



আপনার প্রিয় এন্ড্রোয়েড টি এখন রুটেড !! ইনজয়...

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

ড্রয়েডওয়াল এর মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েডের অতিরিক্ত নেট ব্যবহার বন্ধ করে দিন

অ্যান্ড্রয়েডের অতিরিক্ত নেট ব্যবহার বন্ধ করে দিন
আমরা এখন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা নিঃসন্দেহে অন্যান্য ফোনের তুলনায় অ্যান্ড্রয়েড চালাতে খুব বেশি উপভোগ করছি। অ্যান্ড্রয়েড ফোনের অনেক অনেক ফিচার থাকার কারনে আমার অ্যান্ড্রয়েড এর প্রেমে পরে গেছি। অ্যান্ড্রয়েড ফোনের এত এত সুবিধা থাক সত্যেও অ্যান্ড্রয়েড ফোনের একটি দিক নিয়ে আমরা সবাই সমস্যায় ভুগে থাকি, সেটি হলো অতিরিক্ত ইন্টারনেট ডেটা ব্যবহার। আপনি যদি নেট কানেক্ট করান দেখবেন যে ব্রাউজার ওপেন না করা সত্যেও আপনর মেগাবাইট খরচ হচ্ছে। আপনি অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে রাখলেও দেখবেন ১০-২০ দিনেই আপনার ৫০০-১০০০ মেগাবাইট ডাটা খরচ হয়ে গেছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত ডাটা খরচ হতে থাকার কারণে অনেকেই আমরা ব্যাটারির পর্যাপ্ত ব্যাকআপ পাই না, যার কারণে আমাদের সারাদিন ফোন চার্জে দিয়ে রাখতে হয়।  আর যারা লিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এটি আসলেই একটি বিরাট সমস্যা। কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েডের এই অযথা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনি ব্যবহার করতে পারেন ড্রয়েডওয়াল নামের দারুণ এই অ্যাপ্লিকেশনটি। ড্রয়েডওয়াল হচ্ছে আন্ড্রয়েডের জন্য একটি ফায়ারওয়াল অ্যাপ। আরও অন্যান্য ফায়ারওয়াল থাকলেও এটি সবচেয়ে ছোট বলে ব্যবহার সহজ। একবার সেট করে পরে আর না চালালেও চলবে এবং এটি অযথা র‍্যাম দখল করবে না। আবার চাইলে এক ক্লিকে ফায়ারওয়াল বন্ধ করেও দেয়া যাবে।

গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ ড্রয়েডওয়াল

 

ড্রয়েডওয়াল যেভাবে ব্যবহার করবেন

প্রথমেই বলে নেই, আপনার ফোনটি অবশ্যই রুটেড এবং ২.৩ এর সমান বা উপরের ভার্সন হতে হবে। আর কিছু কিছু ফোনে কাজ নাও করতে পারে, কিন্তু বেশিরভাগ ফোনেই এটি বেশ ভালোভাবেই কাজ করে। এটি আকার মাত্র ৩০০ কিলোবাইট।
ড্রয়েডওয়াল ব্যবহার করতে প্রথমে অ্যাপটি ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে ওপেন করুন।
অ্যান্ড্রয়েডের অতিরিক্ত নেট ব্যবহার বন্ধ করে দিন
এবার মেনু চেপে ফায়ারওয়াল ডিজেবল্ডে ক্লিক করুন। সুপারইউজার রিকুয়েস্ট আসবে।
অ্যান্ড্রয়েডের অতিরিক্ত নেট খরচ
সুপারইউজার রিকোয়েস্ট অ্যালাউ করুন।
নেট বাচান, ইন্টারনেট খরচ কমান
কাজ হয়ে গেলে এবার আপনি যেসব অ্যাপ্লিকেশনে ডাটা ব্যবহার করতে চান সেগুলোর সামনের বক্সগুলোতে টিক দিন।
অ্যান্ড্রয়েড ইন্টারনেট প্রবলেম, ইন্টারনেট খরচ কমান
এবার মেনু চেপে অ্যাপ্লাই রুলস-এ ক্লিক করুন । ব্যস হয়ে গেল! এরপর থেকে আপনার টিক দেয়া অ্যাপ্লিকেশনগুলো ছাড়া আর কোনও অ্যাপ ডাটা বা ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। আপনি চাইলে পরে অন্যান্য অ্যাপ্লিকেশন গুলোকে ও  টিক বা আনটিক করে ডাটা এনাবল বা ডিজেবল করতে পারবেন। ফায়ারওয়াল বন্ধ করতে মেনু থেকে ফায়ারওয়াল এনাবল্ডে ক্লিক করুন, ফায়ারওয়াল বন্ধ হয়ে যাবে।

SD Tabletwear Kindle Fire HD Advanced Case - Black




Manufacturer Logo

This Black SD Tabletwear Advanced case will keep your Kindle Fire HD protected at all times whilst providing full access to the device's ports and features.

Upto 30 Mbps গতি তে এন্ড্রোয়েডে ফাইল ট্রান্সফার করুন কোনো ঝামেলা ছাড়াই (only android 4.0 and over)

এন্ড্রোইড ফোন থেকে অন্য এন্ড্রোইডে এ ফাইল ট্রান্সফার হবে 30 Mbps গতিতে ।
অনেকেই হয়ত zapya বা অন্য APP ব্যবহার করেছেন । স্পিড ও সেন্ড করার ঝামেলাতো জানেন ই । তাই আজকে এমন একটি APP এর পরিচয় করে দিব যা দিয়ে কোনো ঝামেলা ছাড়াই মাত্র এক ক্লিকে ফাইল সেন্ড করা যাবে তাও আবার রকেট গতিতে ।
REVIEW: নাম: Superbeam
সাইজ: 2.6 MB

কাজ:
ইন্সটল দিয়ে ওপেন করলে দেখবেন প্রথমেই ক্যামেরা ওপেন হচ্ছে ।
ঠিক আছে ।
আপনি যাকে ফাইল সেন্ড করতে চান , তার ফোনে SUPERBEAM ইন্সটল থাকতে হবে । এবার আপনার ফাইল ম্যানাজারে যান । যে ফাইলটা সেন্ড করবেন , সেখানে গিয়ে Share বাটনে ক্লীক করুন । Superbeam নামে একটি OPTION পাবেন । ক্লিক করুন । কিছুক্ষন পর লোডিং নিয়ে নিচের ছবির মত একটি QR কোড দেখাবে ।


এবার অপর ফোনে SUPERBEAM টি ওপেন করে ক্যামেরা দিয়ে QR কোডটি স্ক্যান করুন অর্থ্যাত্‍ SUPERBEAM দিয়ে ছবি তুলুন । কাজ ঠিকমত হলে কিছুক্ষন পর একটা শব্দ হবে । ব্যাস, এবার দেখুন , রকেট গতি কারে কয় ।
ডাউনলোড : Playstore | Appsapkhttp://www.appsapk.com/superbeam-wifi-direct-share

Symphony D130 -একটি সাধারণ মোবাইল, অসাধারণ ব্যাটারি!

Symphony D-130 মোবাইলটির পূর্ণ ফিচার তাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে। বাংলাদেশের বাজারে মোবাইলটি ২০১৩ সালের মে মাসে বিক্রয় শুরু হয়। ফিচার অনুযায়ী এটি খুব বেশি ভালো মানের মোবাইল নয়। তাই সেটটির দামও বাংলাদেশে অন্যান্য মোবাইলের তুলনায় কম। মাত্র ২৫৯০ টাকা। তবে যে বাজারে মাত্র ১০০০ টাকায় অনায়াসে নতুন মোবাইল সেট পাওয়া যায়, সেই বাজারে ২৫৯০ টাকাও অনেক বেশি।
symphony D130
স্পেসিফিকেশনঃ সিম্ফোনি ডি ১৩০; লং ব্যাটারি।
আসুন, সেটটির কিছু দিক নিয়ে আলোচনা করি। সেটটির প্রধান আকর্ষণ হলো এর লং-ব্যাটারি। দৈহিক গঠন ও কাজ, দুটো দিকেই এটি লং!  ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের এই লিথিয়াম-আয়ন ব্যাটারিটি দীর্ঘ দিন চার্জ সংরক্ষণ করতে পারে। সাধারণভাবে কথা বলতে চাইলে একবার চার্জের পর অনায়াসে সপ্তাহ দুয়েক পার হয়ে যাবে। এই দিকটিই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তবে অডিও, ভিডিও এবং রেডিও চালালে মোটামোটি চার-পাঁচ দিন চলে যায়।

ফোনটির কিছু বৈশিষ্ট্য (অভিজ্ঞতালব্ধ):

অপেক্ষাকৃত ভালো বৈশিষ্ট্য

  • লং ব্যাটারি, লং চার্জ।
  • অডিও, ভিডিও ও রেডিও সন্তোষজনক।
  • ভিজিএ ক্যামেরা (দামের বিচারে সমান দামের অন্যান্য সিম্ফোনি মোবাইলের চেয়ে তুলনামূলক) ভালো।
  • ছবি ও ভিডিও রেকর্ডিং।
  • অডিও রেকর্ডিং, রেডিও রেকর্ডিং এবং ফোন কনভার্সেশন রেকর্ডিং।
  • ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই।
  • বড় স্ক্রিণ (240X320), বাংলা ল্যাঙ্গুয়েজ, পছন্দের রিংটোন।
  • ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, কলটাইম রিমাইন্ডার, অটো ইন্ডিং।
  • বিল্ট-ইন অপেরা মিনি (V4.4.32206), ইয়াহু, ফেসবুক, টুইটার, ইন্টারনেট ব্রাউজারসহ কিছু সফটওয়্যার।
  • জাভা সাপোর্টেড (তাই আমি ব্যাক্তিগতভাবে আজান, কোরআনিক দোয়া ও মোবাইল কোরআন সফটওয়্যার ব্যবহার করছি)।
  • অপেক্ষাকৃত দ্রুত অপারেটিং ও ফিচারড ট্রান্সিশান।
  • ব্লু-টুথ, ওয়েবক্যাম, কম্পিউটারে ডাটা স্টোরেজ, টর্স।
  • গত চারমাসে ব্যবহারে কোন ধরনের যান্ত্রিক ত্রুটি নজরে পড়েনি।

মন্দ বৈশিষ্ট্য

  • ব্যবহারযোগ্য ফোন মেমোরি মাত্র ৫৪৩.৫ কিলোবাইট। তাই, অবশ্যই মেমোরি কার্ড কিনতে হবে।
  • কোথাও কল করলে ডায়ালিংয়ের সময় ফোন কানের কাছে না নিলে রিং হচ্ছে কি না বুঝা যায় না। তবে, Health dialing নামে Call setting-এ একটি অপশন আছে। এটিকে অন রাখলে যে কোন কল রিসিভ হওয়ার সাথে সাথে ভাইব্রেশন হয়।
  • ব্যবহারযোগ্য ফোন মেমোরি কম থাকায় সামান্য বড় সাইজের কোন জাভা সফটওয়্যার ইনস্টল কিংবা ব্যবহার করা যায় না।
  • ভিডিও প্লেয়ার মোটামোটি মানের হলেও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ভিডিও থেমে থেমে রেকর্ড হয়।
  • ফোনটি ব্যবহারের ক্ষেত্রে কোন প্রাইভেসির ব্যবস্থা নেই। ফোন পাসওয়ার্ডের ব্যবস্থা থাকলেও তা শুধু সিম পরিবর্তনের ক্ষেত্রে কাজে দিবে। আবার তিনবার ভুল পাসওয়ার্ড টাইপ করলেই চিরতরে লক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফোনটি কাদের জন্যঃ

  • যারা ভ্রমণ কিংবা ব্যবসার কাজে নিয়মিত লম্বা পথ যাতায়াত করেন, দীর্ঘস্থায়ী এই ফোনটি তাদের অনেক সহায়ক হবে। শুধু প্রয়োজনীয় কথা বলার কাজে ব্যবহার করলে মোটামোটি দশ বারো দিন নিশ্চিন্তে এবং কোন চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই ফোনটি ব্যবহার করা যাবে।
  • সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ কয়েকটি দেশে বাংলাদেশি শ্রমিক ভাইদেরকে তাদের কোম্পানিগুলোতে টাকার বিনিময়ে মোবাইল চার্জ দিতে দেওয়া হয়। এক্ষেত্রে এই সেটটি ব্যবহারের ফলে তাদের সময় ও টাকা দুটোই সেভ হবে।
  • চড় বা দ্বীপাঞ্চলের বাসিন্দা কিংবা স্বাভাবিক বিদ্যুত বিহীন এলাকার সৌরবিদ্যুত নির্ভর লোকজনের জন্য।
  • এয়ারটেল, গ্রামীণ এবং বাংলালিংক সিম ব্যবহার করে নকেয়ার অনেক মোবাইলেও ফেসবুক জিরো চালানো যায় না। কিন্তু প্রক্সি এবং পোর্ট সেট করে এটিতে অনায়াসে ফেসবুক জিরো এবং ফ্রি নেট চালানো যায়।
  • সিকিউরিটির জন্য কারো কথা বা কনভার্সেশন রেকর্ড রাখতে চাইলে এই ফোনটি অনেক সহায়ক।
  • যারা বাংলা মেসেজ লিখতে পছন্দ করেন।
  • ওয়েবক্যাম এবং ব্লু-টুথ যাদের জন্য অতি দরকারি।
আসুন, ফোনটির কিছু ছবি দেখি-
Latestbangla D130
ছবিঃ ১। সিম্ফোনি ডি ১৩০
symphony D130
ছবিঃ ২। আমার ব্যবহার করা সিম্ফোনি ডি ১৩০
symphony D130
ছবিঃ ৩। আমার ব্যবহার করা সেটটির ব্যাটারি সাইজ হাইলাইট করা হয়েছে।

একেইবারে সল্প টাকায় tab কিনার সুযোগ মিস করবেন না !

আপনারা অনেকেই হয়তো অনেক দিন থেকে একটা ট্যাব ব্যবহার করার ইছ্ছা পোষন করে আসছেন আর সেইটা অনেকের জন্য সম্ভব হয়েছে আবার অনেকের হয় নাই । বনধুরা এখন থেকে আর ভয় পাওয়ার কারন নেই symphony tab এখন অল্প টাকায় আপনার হাতের কাছে । যাই হোক, আজ আমি আপনাদের জন্য বাংলাদেশে আসা নতুন একটা symphony brand এর XPLORER T8I tab এর পরিচিতি নিয়ে এসেছি আসা করি আপনাদের ভালো লাগবে।কারন আমরা সবাই সব সময় চাই আমাদের নিজেদের মনের ইচ্ছা মতো একটা tab use করবো আবার দাম ও কম।আর তাই এই tab টি আপনাদের জন্য উপযুক্ত।
আছ্চা যাই হোক এখন কথা হচ্ছে যারা মনের ইচ্ছা মত কিছু পেতে চান তারা কিনতু মিস করবেননা ।তাহলে আর দেরী কেন?

XPLORER T8I

Xplorer T8i
Description:
  • Operating System:Android 4.0.4 Ice Cream Sandwich
  • Display: 8”  IPS  XGA Capacitive Touch
  • Camera 5 MP+2 MP
  • 1.2 GHz Dual Core Processor
  • ROM 4 GB & RAM 1 GB
  • 3G,Wi-Fi,EDGE,GPS
  • G-sensor
  • Free 4GB MMC

Price: Tk. 11,990.00
Specialization:
Key FeaturesDescription
OS4.0 Ice Cream Sandwich
Display Size8” IPS XGA Capacitive Touch
Camera5 MP Primary + 2 MP Secondary
MultimediaMP3, MP4, FM
Data Services3G, EDGE,GPRS ,Wifi
Multi TouchYes
Phonebook EntriesUnlimited
Technical FeaturesDescription
Display ResolutionXGA(1024*768)
CPU1.2 GHz Dual Core
GPUPowerVR SGX 531
Internal MemoryRAM 1 GB (User Available RAM 452 MB)
StorageROM 4GB(User Available ROM 500 MB), Extended up to 16GB
Battery5200 mAh Li-ion
WLANWi-Fi 802.11, Wi-Fi Hotspot
GPSYes
Stand by time*600 Hours(*depend on phone setting, Network)
Talk time6 Hours(*depend on phone setting, Network)
Audio PlayerMP3, AAC, AAC+, EAAC+, AMR, WB-AMR, MIDI, Ogg Vorbis, PCM decode
Audio RecorderMP3, AAC, AAC+, EAAC+, AMR, WB-AMR, MIDI, Ogg Vorbis, PCM decode
Video Player3GP, MP4, MKV, AVI
Video Recorder3GP, MP4, MKV, AVI
3.5 mm jackYes
Other FeaturesDescription
Dimension203.8*153.5*11.4mm
RecorderAudio, video & call recorder
BluetoothYes
USB Mass storageYes
USB ModemYes
MMSYes
EmailYes
Built in ApplicationsAngry Birds, Highway rider, Facebook, Youtube, Android Market(Play Store), Temple Run, Nimbuzz, Gmail, Skype, Office suite, Dictionary
Special Features

ফেব্রুয়ারীতে আসবে স্যামসাঙ টাইযেন ফোন

ফায়ারফক্স ওএস এবং জোলা অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের বাজারজাত শুরু হয়েছে চলতি বছরে। তবে এই দুটি নতুন অপারেটিং সিস্টেমের সাথেই আরেকটি নাম যুক্ত হবার কথা থাকলেও শেষ পর্যন্ত টাইযেন অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন বাজারে আসেনি। গতকাল প্রকাশিত এক সংবাদ বিবরণীতে কোরিয়ান জায়ান্ট স্যামসাঙ আগামী ২৩শে ফেব্রুয়ারী প্রথম টাইযেন ফোন অবমুক্ত করার ঘোষণা দিয়েছে।
স্ক্রীনশট - টাইযেন অপারেটিং সিস্টেম
মুক্ত অপারেটিং সিস্টেম টাইযেন মূলত লিমো ও মিগো প্লাটফর্মের যৌথ উদ্দ্যোগ। ইন্টেল, স্যামসাঙ, প্যানাসনিক, হুয়াওয়ে, এনএফসি স‌হ এক বৃহৎ সংখ্যক হার্ড‌ওয়্যার নির্মাতা ও মোবাইল অপারেটর সমর্থিত প্রকল্প এই টাইযেন। লিনাক্স ভিত্তিক এই মুক্ত অপারেটং সিস্টেম একাধারে মোবাইল ফোন, অটোমোবাইল, স্মার্ট টেলিভিশন ও এমবেডেড সিস্টেম-এ ব্য‌ব‌হার করা যাবে। টাইযেন অপারেটিং সিস্টেমে চালিত এইচটিএমএল৫ অ্যাপলিকেশন পারফরম্যান্সের ক্ষেত্রে এগিয়ে ছিল দুনিয়ার তাবৎ স্মার্টফোন থেকে- এ তথ্য প্রকাশিত হয় চলতি বছরেরই জানুয়ারী মাসে। আর প্রযুক্তি দুনিয়ায় এইচটিএমএল৫-কে বেশ কিছুদিন ধরেই মনে করা হচ্ছে 'ভবিষ্যতের প্রযুক্তি'। অ্যান্ড্রয়েড আর আইওএস-এর সাথে টাইযেন-এর নাম উচ্চারিত হবে কিনা অদূর ভবিষ্যতে তা অবশ্য নির্ভর করবে সেই অ্যাপস নির্মাতাদের উপর যারা জনপ্রিয় করেছেন প্রথমোক্ত দুই অপারেটিং সিস্টেমকে।