মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

Upto 30 Mbps গতি তে এন্ড্রোয়েডে ফাইল ট্রান্সফার করুন কোনো ঝামেলা ছাড়াই (only android 4.0 and over)

এন্ড্রোইড ফোন থেকে অন্য এন্ড্রোইডে এ ফাইল ট্রান্সফার হবে 30 Mbps গতিতে ।
অনেকেই হয়ত zapya বা অন্য APP ব্যবহার করেছেন । স্পিড ও সেন্ড করার ঝামেলাতো জানেন ই । তাই আজকে এমন একটি APP এর পরিচয় করে দিব যা দিয়ে কোনো ঝামেলা ছাড়াই মাত্র এক ক্লিকে ফাইল সেন্ড করা যাবে তাও আবার রকেট গতিতে ।
REVIEW: নাম: Superbeam
সাইজ: 2.6 MB

কাজ:
ইন্সটল দিয়ে ওপেন করলে দেখবেন প্রথমেই ক্যামেরা ওপেন হচ্ছে ।
ঠিক আছে ।
আপনি যাকে ফাইল সেন্ড করতে চান , তার ফোনে SUPERBEAM ইন্সটল থাকতে হবে । এবার আপনার ফাইল ম্যানাজারে যান । যে ফাইলটা সেন্ড করবেন , সেখানে গিয়ে Share বাটনে ক্লীক করুন । Superbeam নামে একটি OPTION পাবেন । ক্লিক করুন । কিছুক্ষন পর লোডিং নিয়ে নিচের ছবির মত একটি QR কোড দেখাবে ।


এবার অপর ফোনে SUPERBEAM টি ওপেন করে ক্যামেরা দিয়ে QR কোডটি স্ক্যান করুন অর্থ্যাত্‍ SUPERBEAM দিয়ে ছবি তুলুন । কাজ ঠিকমত হলে কিছুক্ষন পর একটা শব্দ হবে । ব্যাস, এবার দেখুন , রকেট গতি কারে কয় ।
ডাউনলোড : Playstore | Appsapkhttp://www.appsapk.com/superbeam-wifi-direct-share

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন