w125 এর stock recovery নিয়ে অনেকেই সমস্যায় পরেছেন !! আর চিন্তা নেই !! এখন stock recovery হারিয়ে গেলেও আপনি আবার stock recovery ইন্সটল করতে পারবেন । তবে এর জন্য আপনাকে আপনার w125 রুট করতে হবে । অনেকেই রুট করতে ভয় পান, আবার অনেকেই warranty নিয়ে চিন্তায় পরে যান । চিন্তার কিছু নেই, আপনি চাইলেই stock recovery ইন্সটল করার পর আবার আনরুট করে নিতে পারেন । আনরুট করার পদ্ধতি নিয়ে পরে আসি । প্রথমেই অ্যান্ড্রয়েড আপনার w125 ধাপে ধাপে রুট করে নিন । রুট লিঙ্ক +> http://www.androidkothon.com/post-id/3475 দুটি পদ্ধতিতে আপনি stock recovery ইন্সটল করতে পারবেন । আজকে সহজ পদ্ধতিটাই দেই । এতে কাজ না হলে আমি পোস্ট আপডেট করে দিব । প্রথমে গুগল-প্লে থেকে Mobileuncle MTK Tools অ্যাপ টা নামিয়ে ইন্সটল করে নিন । google play link +> https://play.google.com/store/apps/details?id=com.mobileuncle.toolbox&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5tb2JpbGV1bmNsZS50b29sYm94Il0. আর যাদের গুগল-প্লে থেকে ডাউনলোড করতে সমস্যা, তারা চাইলে https://docs.google.com/file/d/0By5_H2_fz9vgQkNGenk0RThTekk/ এখান থেকে নামিয়ে নিতে পারেন । এবার stock recovery.img ফাইলটি ডাউনলোড করে নিন । recovery link +> https://docs.google.com/file/d/0By5_H2_fz9vgb05FRmhMOUxYcVE/ recovery ডাউনলোড হয়ে গেলে recovery.img ফাইলটি আপনার w125 এর ফোন মেমোরিতে কপি করে রাখুন । Mobileuncle অ্যাপটি চালু করুন । চালু হওয়ার সময় রুট পারমিশন চাইবে । রুট পারমিশন দিয়ে চালু করে recovery update অপশনে ক্লিক করুন । আপনার ফোন মেমোরিতে থাকা recovery ফাইলটি দেখতে পাবেন । ফাইলটিতে ক্লিক করুন । কাজ শেষ !! মোবাইল রিস্টার্ট হবে । আপনার স্টক recovery ইন্সটল করা শেষ । এবার আপনি যদি আনরুট করতে চান তাহলে superuser অ্যাপ টি চালু করে setting এ যান । Full unroot নামে একটি অপশন পাবেন । ক্লিক করুন । আনরুট হয়ে যাবে । আনরুট হওয়ার পর মোবাইল অটো রিস্টার্ট না হলে । ম্যানুয়ালি রিস্টার্ট করে নিবেন ।
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
[solved] symphony w125 stock recovery
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন